রাজধানীর মিরপুর কাফরুল থানাধীন ইব্রাহিমপুর বাজার এলাকা থেকে রোজিনা আক্তার রোজি (৩৫) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ১টার দিকে ওই এলাকার একটি চারতলা বাড়ির নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসলামউদ্দিন।
নিহত নারী সৌদি প্রবাসী বিপ্লব চৌধুরীর স্ত্রী এবং দু’টি শিশু মেয়ের জননী বলে জানিয়েছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি আসলামউদ্দিন।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৭/মাহবুব