বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা সহজ সরল রোগীদের সাথে প্রতারণার অভিযোগে ৭ জন রোগীর দালালকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে র্যাবের সহকারী পরিচালক হাছান আলী এবং এএসপি কফিলউদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে রোগীর দালাল জাকির হোসেন, ফিরোজুল ইসলাম, আলমগীর হোসেন, আক্কাস হোসেন, মিঠুন কুমার সোম, রুবেল খান ও আব্বাসউদ্দিনকে আটক করা হয়।
পরে আটক ৭ জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি ভৌমিকের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। বিচারক উর্মি ভৌমিক টাউট আইন ১৮৭৯ এর ৩ ও ৬ ধারায় আটক ৭ জনের প্রত্যেককে ৫শ' টাকা করে জরিমানা করেন। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার মুচলেকা রেখে জরিমানা আদায় সাপেক্ষ আটককৃকদের মুক্তি দেন ভ্রাম্যমাণ আদালত।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল, ২০১৭/মাহবুব