গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে শ্রীপুর রেলস্টেশনের আউটার সিগন্যালের পাশে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় জানা যায়নি। তার পরনে কালো শার্ট ও সাদা চেক লুঙ্গি রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, শ্রীপুর রেলস্টেশনে ঢাকা-ময়মনসিংহ রেললাইন পার হচ্ছিল ওই যুবক। এসময় একটি ট্রেন ক্রসিং করার সময় নিচে কাটা পড়ে ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৭/এনায়েত করিম