সিটিং সার্ভিস বন্ধের ঘোষণা দেওয়ার পর রাজধানীর গণপরিবহনে নৈরাজ্য আরও বেড়ে গেছে। ভাড়া তো কমেইনি, উল্টো বেড়েছে যাত্রী হয়রানি। যাত্রীদের 'শায়েস্তা' করতে অনেক গণপরিবহনে মাস্তান ভাড়া করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে বুধবার বিকেলে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও পরিবহন মালিকরা।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী এদিন বিকেল ৪টায় তেজগাঁও এলেনবাড়ি বিআরটিএ কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠক থেকে বাস ও মিনিবাস চলাচলের নিয়মনীতি নির্ধারণ করা হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ