বরিশালে মাদক সেবনের টাকা না দেয়ায় ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং টাকা চুরির অভিযোগে মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক মা। মেয়ের হাতে নির্যাতিত মা মহসিনা কবির বাদী হয়ে গত মঙ্গলবার বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় তার মেয়ে ফারিহা মিনহা লেলাকে (১৭) একমাত্র অভিযুক্ত করা হয়। মহসিনা কবির নগরীর সদর রোডের সাবেক কমিশনার জাতীয় পার্টির নেতা মরহুম অ্যাডভোকেট কবির উদ্দিন হান্নুর স্ত্রী। তিনি বর্তমানে স্ব-পরিবারে নগরীর রূপাতলীয় হাউজিংয়ে বসবাস করেন।
মামলার অভিযোগে মহসিনা কবির আদালতে বলেন, তার মেয়ে লেলা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই সে মাদক সেবনের টাকা চেয়ে না পেয়ে তাকে গালাগাল করে। গত ১৭ এপ্রিল দুপুরে মেয়ে লেলা মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে তাকে (মা) মারধর করে আহত করে। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর ছাড়াও শোকেজের ড্রয়ার ভেঙ্গে নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়।
মামলা দায়েরের পর চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মো. আলী হোসাইন অভিযুক্ত লেলার বয়স কম হওয়ায় পরবর্তী বিচার কার্যক্রমের জন্য মামলাটি শিশু আদালতে প্রেরণ করেন বলে আদালত সূত্র জানিয়েছে।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৭/হিমেল