রাজধানীতে গণপরিবহনের নৈরাজ্য বন্ধে পরিবহন মালিক, শ্রমিক নেতা ও বিআরটিএ এর বৈঠক থেকে সাংবাদিকদের বের করে দেওয়া হয়েছে।
বুধবার বিকালে তেজগাঁওয়ের বিআরটিএ কার্যালয়ে পূর্বঘোষিত এ বৈঠক শুরু হয়েছে। এতে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও কর্তৃপক্ষ সাংবাদিকদের বের করে দিয়ে জানিয়েছেন বৈঠক শেষে বিস্তারিত ব্রিফিং করবেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান।
বিডি-প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৭/মাহবুব