শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে অটিস্টিক শিশুদের জন্য বিশেষায়িত ‘অটিস্টিক একাডেমি’ প্রতিষ্ঠার কাজ চলছে। পরবর্তীতে সকল জেলাতেও একটি করে ‘অটিস্টিক একাডেমি’ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
বিকেলে সিলেট নগরের জেলা পরিষদ মিলনায়তনে গোলাপগঞ্জ হেল্পিং হেন্ডস ইউএসএ’র আয়োজনে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এ কথা জানান শিক্ষামন্ত্রী।
তিনি আরো বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুবিধার্থে সরকার শিক্ষানীতিতে বিশেষ পরিবর্তন এনেছে। সবধরনের প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা আলাদা পাঠ্যবই নিরুপনের কাজ চলছে।
হেল্পিং হেন্ডস ইউএসএ’র সাধারণ সম্পাদক শাহীদুর রহমান চৌধুরী জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় নেতা এডভোকেট আব্বাস উদ্দিন প্রমুখ।
পরে মন্ত্রী প্রতিবন্ধী ৪৪ ব্যক্তির মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন