গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে দুই সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কালীগঞ্জ পৌর এলাকার ৯টি পয়েন্টে বুধবার ও বৃহস্পতিবার এ অভিযান চালায় তিতাস গ্যাস টঙ্গী জোনের ভ্রাম্যমাণ একটি দল।
বৃহস্পতিবার দুপুরে অভিযানে নেতৃত্ব দানকারী তিতাস গ্যাস টঙ্গী জোনাল মার্কেটিং অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব এ তথ্য জানান।
অভিযানে কালীগঞ্জ পৌরসভার উত্তর ভাদার্ত্তী, মুনশুরপুর, টেকপাড়া, মূলগাঁও, চরপাড়া, দেওপাড়া গ্রামের দুই ইঞ্চি বিতরণ লাইনের পাঁচটি ও এক ইঞ্চি বিতরণ লাইনের চারটিসহ মোট ৯টি পয়েন্টের ১০ কিলোমিটার এলাকার প্রায় দুই সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় দুই সহস্রাধিক রাইজার, এক ইঞ্চি ও ৩/৪ ইঞ্চি আড়াইশ' পাইপ জব্দ এবং প্রায় তিন সহস্রাধিক ফুট পাইপ বিনষ্ট করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ