রাজধানীতে কলেজ প্রভাষক কৃষ্ণা কাবেরী বাইন হত্যা মামলায় একমাত্র আসামি কে এম জহিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচার শুরু হলো।
বৃহস্পতিবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুর উদ্দিন অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ২৫ মে সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ নির্ধারণ করে দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূইয়া জানান, অভিযোগ গঠনের শুনানির জন্য আসামি পলাশকে সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। বিচারক অভিযোগ পড়ে শুনিয়ে তার কাছে জানতে চান তিনি দোষী না নির্দোষ। এ সময় পলাশ নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার প্রার্থনা করেন। পরে বিচারক তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ মার্চ মোহাম্মদপুরের ইকবাল রোডের ভাড়া বাসায় দুর্বৃত্তের হামলায় মারাত্মক আহত ও দগ্ধ হয়ে পরদিন হাসপাতালে মারা যান আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক কৃষ্ণা কাবেরী মণ্ডল (৩৫)। এ ঘটনায় জহিরুল ইসলাম পলাশকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহতের বড় ভাই সুধাংশু শেখর বিশ্বাস।
বিডি-প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/মাহবুব