বরিশালে গণতান্ত্রিক অংশগ্রহণ ও সংস্কার প্রকল্পের অংশ হিসেবে 'ডেমোক্রেসি চ্যাম্পিয়নস' অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রধান দুই রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী জোটের প্রধান বিএনপির বরিশাল বিভাগের ছয় জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর অভিজাত আবাসিক হোটেল গ্রান্ড পার্কের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএস-এইড এবং ইউকে-এইড এর সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, বরগুনা জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ হোসেন, ঝালকাঠী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মোতালেম আলাউদ্দিন, বরগুনা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, ঝালকাঠী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, বরিশাল মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়া, পটুয়াখালী জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক জেসমিন জাফর, পটুয়াখালী জেলা মহিলা দলের সভাপতি কাজী হেলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান নশা, বরিশাল জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তরুন চন্দ্র এবং ঝালকাঠী জেলা আওয়ামী লীগের সদস্য ইসরাত জাহান সোনালী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়কারী দিপু হাফিজুর রহমান। অংশগ্রহণকারীরা নারী ও তরুণ নেতৃত্ব বিষয়ে পরস্পরের অভিজ্ঞতা বিনিময় এবং প্যানেল আলোচনা করেন। সমাপনী বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অফ পার্টি ব্রান্ড ডি ওবে।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ফারজানা