চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের বহিস্কৃত এক নেতাকে পরিক্ষায় অংশ নিতে না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ বাধে। চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জিরো পয়েন্ট এলাকায় সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্যসহ প্রায় ২৮ জন আহত হন। এরপর ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম শহরগামী শাটল ট্রেন চলাচলও বন্ধ করে দেয়। এ ঘটনায় চবি কর্তৃপক্ষ সাংবাদিকতা বিভাগের আজকের পরিক্ষা স্থগিত করে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
চবি সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে শৃঙ্খলাজনিত কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগ চবি শাখার নির্বাহী কমিটির সদস্য আবদুল্লাহ আল কায়সার শাকিলকে সাময়িক বহিস্কার করে। কিন্তু ছাত্রলীগ বহিস্কৃত ওই নেতাকে জোর করে পরীক্ষায় অংশ করাতে চাইয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় রেল স্টেশন এলাকায় রেললাইনের ফিস প্লেট তুলে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বিভাগের চতুর্থ বর্ষের প্রথম পরীক্ষা (কোর্স নং-৪০১) গতকাল সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ইতোমধ্যেই শৃঙ্খলাজনিত কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক বহিস্কৃত এক ছাত্রকে পরীক্ষা দেওয়ার দাবিতে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী সকালে বিভাগে এসে জড়ো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের সঙ্গে আলোচনা করে শুরুতে তারা চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর আবার ছাত্রলীগ নেতাকর্মীরা জড়ো হয়ে বিভাগে আসে। তখন পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এরপর পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। তবে একাডেমিক সিদ্ধান্ত মতে পরের পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।
ছাত্রলীগ চবি শাখার উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল বলেন, একই ঘটনায় বহিস্কৃত অন্য ছাত্ররা অন্য বিভাগে পরীক্ষা দিয়েছে। কিন্তু শাকিলকে পরীক্ষা দিতে না দেওয়ায় সহপাঠীরা পরীক্ষা বর্জন করেছে। পুলিশ গিয়ে তাদের বেধড়ক লাঠিপেটা করেছে। এতে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আহত হয়েছে। শাকিলের পরীক্ষা গ্রহণের ব্যবস্থা এবং জড়িত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা না হলে আমরা পরবর্তী কর্মসূচি গ্রহণ করব।
হাটহাজারী থানার এসআই আলাউদ্দিন বলেন, তারা ইঁট-পাটকেল নিক্ষেপ করায় বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয়েছে। ইঁটে আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
এদিকে, চবিতে পুলিশের সঙ্গে চবি ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চবি ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মিজানুর রহমান বিপুল ও সহ-সম্পাদক আবদুল্লাহ আল কায়সার শাকিলকে বহিস্কার করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিস্কার করা হলো।’
বিডি প্রতিদিন/এ মজুমদার