নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-নাটোর মহসড়কের কারবালা গলাকাটা এলাকায় আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। তারা হচ্ছেন, উপজেলারজোয়ারী ইউনিয়নের খোর্দ্দ কাচুটিয়া গ্রামের ইমরানহোসেনের স্ত্রী নাজমা বেগম (৩০) এবং একই গ্রামের মৃতছাবুল হোসেন ওরফে মোকবুল্লার স্ত্রী সাজেদা বেগম (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষেতে ছাগলকে ঘাস খাওয়াতে দিয়ে ওই দুই নারী মহাসড়কের পাশে বসে গল্প করছিলেন। এসময় দ্রতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। পরে ট্রাকটি মহাসড়কের পাশে উল্টে পড়ে।
এ ব্যাপারে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসনূর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় ট্রাক চালককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/২০ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ