আগামী সংসদ নির্বাচনসহ নানাবিধ রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে দলীয় সাংগঠনিকভাবে মাঠ গোছানোর কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। জেলা পর্যায়ে সাংগঠনিক টীমকে আরও শক্তিশালী করতে চট্টগ্রাম তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে প্রতিনিধি সভার আয়োজন করেছে বলে দলের শীর্ষ নেতারা জানান। আগামীকাল শনিবার ২২ এপ্রিল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভার মাধ্যমেই চট্টগ্রামে পৃথক তিন সাংগঠনিক কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তৃণমূলের প্রায় ৩ হাজার নেতা-কর্মী চট্টগ্রামে উত্তর জেলা আওয়ামীলীগের প্রথম প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন। উত্তর জেলার প্রতিনিধি সভাকে কেন্দ্র করে তৃনমূল নেতা-কর্মীদের মধ্যে শুরু হয়েছে প্রাণচাঞ্চল এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনাও।
তৃণমূলের নেতা-কর্মীরা জানান, উত্তর জেলা আওয়ামী লীগের এ প্রতিনিধি সভার মাধ্যমে সংগঠনকে আরো শক্তিশালী ও তৃণমূলের নেতা-কর্মীদের সম্পৃত্ততা ও কেন্দ্রীয় নেতাদের দিক-নির্দেশনামূলক বক্তব্য আরো উৎসাহিত করবে। দলের প্রতি সাংগঠনিক আনুগত্য ও দায়িত্বশীলতাও বৃদ্ধি পাবে নেতা-কর্মীরাদের। এ প্রতিনিধি সভাকে সফল ও সুন্দর করতে জেলার সকল উপজেলায় দাওয়াত কার্ড পৌঁছানোসহ নানাবিধ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম। তাছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনামূলক সকল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এ সভাকে সুন্দর ও সফলভাবে গড়ে তুলতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালামের নেতৃত্বে গঠন করা হয়েছে চারটি উপ-কমিটিও। এতে রয়েছে প্রতিটি উপ-কমিটির আহবায়কসহ একাধিক সদস্য। এতে ভিতরে ও বাইরে সাংগঠনিক শৃংখলাসহ নানাবিধ সুবিধা-অসুবিধা বিবেচনা করে থাকবে প্রশাসনের নজরদারিও।
দলীয় সূত্রে জানা যায়, কাল ২২ এপ্রিল শনিবার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা নগরীর কিং অব চিটাগাং এ সকাল ১০টায় শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মানিত অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বিশেষ অতিথি থাকবেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, সাবেক মন্ত্রী এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ এমপি, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা একেএম এনামুল হক শামীমসহ কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতারা উপস্থিত থাকছেন। উত্তর জেলার পর ২৯ এপ্রিল নগর আওয়ামীলীগ ও ৬ মে দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতনিধি সভায় উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির উপদেষ্টা, নিবার্হী পরিষদসহ সদস্য, দলীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, দলীয় পৌর মেয়র-কাউন্সিলর, প্রতিটি উপজেলাসহ ইউনিয়ণ এবং ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকরা। তাছাড়া থাকবেন দলের অঙ্গসংগঠনের নির্ধারিত সংখ্যক প্রতিনিধিও। জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি গঠনের পর এ প্রথম তৃণমূলে সাংগঠনিক প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে। এ প্রতিনিধির সভার মাধ্যমে চট্টগ্রামের আওয়ামী লীগকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে কার্যক্রম শুরু করেছে কেন্দ্রীয় সাংগঠনিক টীম।
বিডি প্রতিদিন/এ মজুমদার