দক্ষিণ কোরিয়ার নাগরিক রো জং সিং হত্যা মামলায় এক পরিচ্ছন্নতাকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার ৪নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার আগে মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মানিক সরকারকে কারাগার থেকে আদালতের এজলাসে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
চার্জশিটে বলা হয়, মামলার বাদী পার্ক জ্যাং সিয়ং দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং গুলশানস্থ আরিয়ান কোরিয়ান রেস্টুরেন্ট পরিচালনা করতেন। বাদী ৪৫ বছর ধরে বাংলাদেশে অবস্থান করছেন। ২০১১ সালের ৯ নভেম্বর ঘটনার দিন বাদী বনানীর অন্য বাসায় ছিলেন। তার গাড়ীচালক রনি বাসায় গিয়ে তাকে জানান যে তার স্ত্রী বাংলাদেশি নাগরিক দ্বারা গুরুতর জখম হয়েছেন।
ঘটনার সময় বাদীর বাসার কাজের মেয়ে ঘটনাস্থলে ছিলেন। সে তাকে জানান যে, তার রেস্টুরেন্টের ডিশ ক্লিনার মানিক সরকার একটি ধারালো চাকু নিয়ে জোর পূর্বক ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বাসায় ঢুকেন। এরপর তার গলা ও ঘারে ছুরিকাঘাত করে। তা রেস্টুরেন্টের কর্মচারী-স্টাফরা দেখতে পান এবং তা বাদীকে জানান।
তখন বাদী তার স্ত্রীকে চিকিৎসার জন্য এ্যাপেলো হাসপাতালে ভর্তি করেন এবং মানিককে আসামি করে একটি মামলা দায়ের করেন। ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য দক্ষিণ কোরিয়ায় নিয়ে যান। এক সপ্তাহ চিকিৎসাধীন থেকে ১৭ নভেম্বর তিনি মারা যান।