রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় আহত কাজলী বেগম (৪৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সকালে সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে ঢামেকে ভর্তি করা হয়। নিহতের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার বেপারীবাড়ি গ্রামে। তার স্বামীর নাম শাহজাহান।
নিহতের ছেলে জানান, গ্রামের বাড়ি যাওয়ার জন্য মাকে সঙ্গে করে উত্তরার আব্দুল্লাহপুরে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
ঢামেক পুলিশ বক্সের হাবিলদার বাবুল মিয়া নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার