ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাসের ফেসবুক পেইজটি একদিনের জন্য পরিচালনা করেছেন বাংলাদেশের দুই কিশোর-কিশোরী। তারা হলেন নারায়ণগঞ্জের কিশোর জহির রায়ান এবং সিরাজগঞ্জের কিশোরী রেনেসাঁ। বৃহস্পতিবার অ্যাডমিন হিসেবে পেইজটির কার্যক্রম ছিল তাদের দায়িত্বে।
বিশ্বজুড়ে শিশু অধিকারবিষয়ক প্রচারণার অংশ হিসেবে জহির রায়ান এবং রেনেসাঁ এ কার্যক্রমে অংশ নেন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাস। ১৮ বছর বয়সী জহির রায়ান ও রেনেসাঁ শিশু অধিকার নিয়ে বিভিন্ন বার্তা তুলে ধরার পাশাপাশি ফেসবুক পেইজটিতে বিভিন্ন ব্যক্তির সঙ্গে মতবিনিময় করেন।
জহির রায়ান এবং রেনেসাঁ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিশু অধিকারকর্মী। বাংলাদেশে ইইউ মিশনপ্রধান পিয়েরে মায়াদু বলেন, বাল্যবিবাহ নিয়ে জহির রায়ান এবং রেনেসাঁর দৃষ্টিভঙ্গি আমরা জেনেছি। এ দেশে স্কুলগামী মেয়েরা যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হয়, সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। এপ্রিল জুড়ে ইইউ মিশনগুলোর সামাজিক যোগাযোগমাধ্যমগুলো পরিচালনার দায়িত্ব একটা নির্দিষ্ট সময়ের জন্য তরুণদের হাতে দেয়া হচ্ছে।
আফ্রিকা, এশিয়া, আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলে নিজেদের দেশে শিশুরা কী কী সমস্যার মুখে পড়ছে এবং প্রতিটি শিশুর অধিকার নিশ্চিতে করণীয় সম্পর্কে নিজেদের মতামত ইইউ ডেলিগেশনের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টে তুলে ধরছে। প্ল্যান ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে এ কার্যক্রম চালাচ্ছে ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস।
বিডি প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৭/ফারজানা