রাজধানীর তেজঁগাও রেলওয়ে কলোনির একটি কক্ষ থেকে শাহাজাহান মিয়া (৪৫) নামের এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, তেজগাঁও থানা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দিদার হোসেন জানান, নিহত শাহাজাহান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খাদেম মিয়ার ছেলে। তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার