চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ নুরুল আফসার নয়ন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭। শুক্রবার রাতে নগরীর আকবর শাহ থানাধীন শাপলা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার হওয়া নয়ন আকবর শাহ থানাধীন শাপলা আবাসিক এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।
র্যাব-৭ সহকারি পরিচালক আমিরুল্লাহ বলেন, গ্রেফতাকৃত নয়ন এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অপরাধের অসংখ্য অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি ওয়ান শ্যূটার জব্দ করা হয়। এ ব্যাপারে আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার