ঢাকার দক্ষিণখানে এক আত্মীয়ের বাড়িতে বেড়ানোর জন্য এসেছিলেন। কিন্তু রাজধানীর গাবতলীতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো সুফিয়া বেগম (৪০) নামে এক নারীর।
শনিবার দিবাগত রাত ১২টায় দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানান নিহতের স্বামী সাইফুল ইসলাম। তাদের বাড়ি লালমনিরহাট জেলার সদর উপজেলার ঘাটাইমারি গ্রাম।
সাইফুল ইসলাম জানান, রাতে তারা লালমনিরহাট থেকে গাবতলী বাসস্ট্যান্ডে এসে নামেন। এ সময় সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রিবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন তার স্ত্রী। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত সুফিয়া ৬ সন্তানের জননী বলে জানান সাইফুল। তারা দক্ষিণখানে এক আত্মীয়ের বাড়িতে বেড়ানোর জন্য ঢাকায় এসেছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্স এর উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এর সত্যতা নিশ্চিত করে জানান ময়নাতদন্তের জন্য লাশ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৭/মাহবুব