কালবৈশাখী ঝড়ের আঘাতে রাজশাহীর বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে গোদাগাড়ী উপজেলায় গাছের ডাল ভেঙে এক ব্যক্তির মৃত্যু হয়েছে; আর পদ্মায় নৌকা ডুবে ৪ জন নিখোঁজ রয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টা থেকে পৌনে এক ঘণ্টা ধরে রাজশাহীর ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়। এতে নগরীর বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ে। তার ছিঁড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে কিছু এলাকা।
গোদাগাড়ীর কাকনহাটে ঝড়ের সময় গাছের ডাল ভেঙে আলী (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি হিফজুল আলম মন্সি।
এদিকে, পদ্মায় নৌকাডুবিতে চার যাত্রীর নিখোঁজ থাকার কথা জানিয়েছেন বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান। তিনি বলেন, পদ্মার মাঝের চর থেকে নগরীর বড়কুঠি ঘাটে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি। এসময় নৌকায় ছয়জন যাত্রী ছিল। নৌকাটি উল্টে গেলে দুইজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও চার যাত্রী এখনও নিখোঁজ রয়েছে।
এদের মধ্যে নগরীর দরগাপাড়া এলাকার সারোয়ার হোসেন রফিক (৪৫), রবিন (২৮) ও খানপুরের আসাদুল (৪৫) নামের তিনজনের পরিচয় পাওয়া গেছে।
ওসি আরও বলেন, সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডবুরির দল পদ্মার ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে। তবে বেলা ১১টা পর্যন্ত কারো সন্ধান মেলেনি।
কালবৈশাখী ঝড়ে নগরীর বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়েছে। এছাড়া তার ছিঁড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েকটি এলাকা। জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন বলেন, “ঝড়ে জেলার নয় উপজেলার সবগুলোতেই কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে ত্রাণ দেওয়া শুরু হয়েছে।”
বিডি-প্রতিদিন/০১ মে, ২০১৭/মাহবুব