রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি বাসায় আজ দুপুরের দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ (২৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তিনি জামালপুর মেলান্দহ উপজেলার কুলিয়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
জানা যায়, রিকশাচালক পারভেজ রেলওয়ে কলোনি এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। ওই বাড়ি ছেড়ে এদিন কলোনির অন্য একটি বাড়িতে ভাড়া ওঠেন। ঘরের আসবাবপত্র ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার