জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে এই কমিটি ঘোষণা হয়।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ দেয়া হয়েছে এই দুই কমিটিকে।
বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি করা হয়েছে এস এম জিলানীকে আর সাধারণ সম্পাদক হয়েছেন নজরুল ইসলাম।
এই কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন রফিক হাওলাদার। এ ছাড়া যুগ্ম সম্পাদক হয়েছেন আব্দুল কাদের ঝিলন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাদ মোর্শেদ পাপ্পা সিকদার।
আর ঢাকা উত্তরের সভাপতি করা হয়েছে ফখরুল ইসলাম রবিনকে। সাধারণ সম্পাদক হয়েছেন গাজী রেজওনুল হক রিয়াজ।
এই কমিটির সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে হারুন-অর-রশিদকে আর যুগ্ম সম্পাদক হয়েছেন আজিজুর রহমান মোছাব্বির এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সাইদুল ইসলাম সাইদুরকে।