শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত কেজি ওজনের স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট। জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের কলকাতা থেকে আসা একটি ফ্লাইট শাহজালালে দুপুর ২টায় অবতরণ করে। এরপর ওই ফ্লাইটের পরিচ্ছন্নতাকর্মীরা প্লেনটি পরিষ্কার করতে গেলে ছিটের নিচে একটি ব্যাগ দেখতে পায়। পরিচ্ছন্নকর্মীদের কাছে ব্যাগটি সন্দেহজনক মনে হলে তারা কাস্টমসকে বিষয়টি জানায়। পরবর্তীতে সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ছয় কেজি ৯৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার