চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় দুইটি এলজি ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে পৃথক দুইটি এলাকা থেকে তাদের আটক করে।
এরা হলেন- বায়েজিদের দক্ষিণ শহীদনগর এলাকার আব্দুল করিমের ছেলে মো. ফোরকান (৩৪), পূর্ব শহীদ নগর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে হারুন (৩২) এবং মধ্যম শহীদনগর এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে রাজীব (২৩)।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, বায়েজিদের শহীদনগর এলাকা থেকে অভিযান চালিয়ে ডাকাতি চেষ্টা ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফোরকান আটক করা হয়। এরপর তার তথ্যমতে নগরীর আতুরার ডিপো মৃদ্দাপাড়া এশিয়াটিক কলোনিতে আবারও অভিযানে চালিয়ে রাজীব ও হারুনকে গ্রেফতার করা হয়। পৃথক দু’টি অভিযানে আটক তিনজনের কাছ থেকে দুইটি এলজি ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।’
বিডি প্রতিদিন/২ মে ২০১৭/হিমেল