রাজধানীর কদমতলী ওয়াসা রেলগেট এলাকায় সোমবার দিবাগত রাতে ফালান ওরফে পিচ্ছি ফালান (২৮) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে দুই হাজার পুরিয়া হেরোইনসহ বোমা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
কদমতলী থানার উপ পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, রাতে কদমতলী ওয়াসা রেলগেট এলাকায় কয়েকজন ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ও হাত বোমা ছোড়ে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষায় পুলিশ গুলি ছুড়লে ফালানের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। পরে তাকে আটক করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার