রাজধানীতে ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় সাবেক কাস্টমস কমিশনার শাহাবুদ্দীন নাগরী ও তার বান্ধবী নূরানী আক্তার সুমিকে ফের তিন দিন রিমান্ডে নেওয়ার অনুমাতি দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ রিমান্ডের এ আদেশ দেন। এর আগে আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৬ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন পুলিশ।
মামলার নথি সূত্রে জানা গেছে, এরআগে গত ১৭ এপ্রিল পাঁচ দিন করে এবং ২৩ এপ্রিল চার দিন করে এ আসামিদের দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর আগে গত ১৪ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডে ডম-ইনো অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর লাশ পাওয়া যায়। ওই ঘটনায় নিহত ব্যবসায়ীর বোন শাহানা রহমান কাজল বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি মামলা করে। মামলায় নিহতের স্ত্রী নূরানী আক্তার সুমি ও সুমির বন্ধু শাহাবুদ্দিন নাগরীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। পরে ১৭ এপ্রিল নাগরীকে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৭/মাহবুব