চট্টগ্রামে কোন্দল দিয়েই বিএনপির কর্মী সমাবেশ শুরু হয়েছে। ৩ দিনব্যাপী এই সমাবেশের প্রথম দিনেই উত্তর জেলায় আভ্যন্তরীণ কোন্দলে সমাবেশ পণ্ড হয়ে যায়। এ কর্মী সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস কাদের চৌধুরী ও আসলাম চৌধুরীর সমর্থকদের মধ্যে চেয়ার ছোঁড়াছুঁড়ি, হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন।
মঙ্গলবাল বিকালে চট্টগ্রামে নাসিমন ভবনস্থ বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন হ্যান্ডমাইক নিয়ে দুই একটি কথা বলে নেতাকর্মীদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। প্রধান অতিথির বক্তব্য চলাকালীন সময়েও দুটি পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে।
কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আবারও সুন্দরভাবে কর্মী সমাবেশ হয়েছে বলে জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নেতৃত্বে প্রতিযোগিতা আছে। এ ধরণের ঘটনা অনাকাঙ্ক্ষিত। তবে এটি ছোট একটা বিচ্ছিন্ন ঘটনা, নিজেদের মধ্যে ভুল ভুঝাবুঝি। পরে সবাই মিলে সুন্দর ও সফলভাবে কর্মী সমাবশে করেছি। এর আগে গত ২ মে উত্তরে, ৩ মে দক্ষিণে ও ৪ মে নগর বিএনপির কর্মী সমাবেশ করার জন্য সিদ্ধান্ত হয়।
দলীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কর্মী সমাবেশ শুরু হওয়ার আগে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী এবং উত্তর জেলা বিএনপির আহবায়ক আসলাম চৌধুরীর নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
হাসান মো. জসিমসহ একাধিক বিএনপি নেতা বলেন, উত্তর জেলা বিএনপির কর্মী সমাবেশে দুই নেতার কর্মীদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। দীর্ঘদিন ধরে উত্তর জেলা বিএনপির কমিটি না থাকায় কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এজন্য এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম আকবর খোন্দকার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, হারুন-অর-রশিদ, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, এসএম ফজলুল হক প্রমুখ।
বিডি-প্রতিদিন/০২ মে, ২০১৭/মাহবুব