গাজীপুরের টঙ্গীর এক কারখানা মালিককে গুলি করে দুর্বৃত্তরা প্রায় ৬৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে ওই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রবিউল ইসলামকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসাপাতাল স্থানান্তর করেন।
জানা যায়, রবিবার দুপুর ১২টার সময় রবিউল ইসলাম জয়দেবপুর চৌরাস্তার একটি ব্যাংক থেকে ৬৬ লাখ ৫০ হাজার টাকা তোলেন। প্রাইভেট কার যোগে গন্তব্যে ফেরার পথে একদল দুর্বৃত্ত তার গাড়ির গতি রোধ করে। গাড়ির গ্লাস ভাংচুর করে কারখানা মালিকের ডান পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় তারা।
জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ব্যাংক কর্তৃপক্ষ যদি পাঁচ লাখ টাকার উপরে লেনদেন করে তাহলে পুলিশকে অবহিত করতে হবে। এমন নিদের্শনা প্রতিটি ব্যাংক ব্যবস্থাপককে দেয়া আছে। অথচ এতগুলো টাকা লেনদেনের বিষয়ে আমাদের কাউকে অবহিত করে নাই। এর পেছনে রহস্য আছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখছি।
বিডি প্রতিদিন/৭ মে, ২০১৭/ফারজানা