চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ও রবিবার নগরীর বায়েজীদ, বাকলিয়া এবং পতেঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
বায়েজীদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, শনিবার রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন কবির হোসেন, ইউনুস এবং জাহিদ হোসেন।
বাকলিয়া থানা পুলিশ জানায়, রবিবার শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে একটি গ্যাস সিলিন্ডার থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মো. হোসেন এবং জহির আহমেদ নামে দু'জনকে গ্রেফতার করা হয়।
পতেঙ্গা থানা পুলিশ জানায়, রবিবার সকালে পতেঙ্গার নেভাল এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. ফরহাদ নামে এক জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ছয় জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৭/মাহবুব