আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে বিএনপি নেতারা নতুন খোয়াব দেখছেন। তাই তাদের দলের নেতারা প্রায়ই বলছেন-‘কিছুদিনের মধ্যে বিএনপি ক্ষমতায় আসবে।’ ক্ষমতায় নয়, আগামী নির্বাচনে বিএনপি বিরোধী দলেও আসতে পারবে না। কারণ তাদের দুর্নীতি, লুটপাট, মানুষ হত্যার রাজনীতি দেশের জনগণ ভুলে যায়নি। জঙ্গিবাদ-সন্ত্রাসের মদদদাতাদের মানুষ ক্ষমতায় বসাবে না।
রবিবার দুপুরে ধানমন্ডিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এনামুল শামীম বলেন, বিএনপি নেতারা হয়ত আবার নতুন ষড়যন্ত্রের ছক এঁকেছেন। না হলে কেন একজন বিএনপির নেতা বার বার বলছে ‘আর কিছুদিন’ পরই বিএনপি ক্ষমতায় আসবে? ২০১৯ সালে নির্বাচন হবে। সে হিসেবে এখনো ১৯ মাস বাকি রয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি নেতাদের বলেন, রাজনীতি করলে মাঠে নামুন। এসি রুমে বসে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। বাংলাদেশের মাটিতে আপনাদের ষড়যন্ত্র সফল হবে না।
তিনি আরও বলেন, কিছুদিনের মধ্যে ক্ষমতায় যাওয়া নয়, বিএনপি কিছুদিনের মধ্যেই মুসলিম লীগের মতো বিলুপ্ত হবে। কারণ তারা ক্ষমতায় থেকে দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালায়। দুর্নীতি করে অর্থ বিদেশে পাচার করে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে এতিমের অর্থ মেরে খায়। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে রাষ্ট্রীয় মদদে গ্রেনেড হামলা চালায়। বিরোধী দলে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে মানুষ হত্যা করে আগুনতন্ত্র প্রতিষ্ঠা করে। আর যাই হোক দেশের মানুষ কখনোই ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে না। তাদের জন্য মুসলিম লীগের পরিণতি অপেক্ষা করছে।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতির মধ্যে মেহেদী হাসান জামিল, রাশেদুল ইসলাম সাফিন, সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন, মাহমুদুল নাসের জনি, রাজিব আহমেদ রাসেল, সাবেক ছাত্রনেতা জহির শিকদারসহ শতাধিক সাবেক ছাত্রনেতা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৭/ফারজানা/মাহবুব