বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ আবারও অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে।’ তিনি বলেন, ‘দেশে বর্তমানে আইনের শাসন নেই। মানুষের নিরাপত্তা কেড়ে নেওয়া হচ্ছে। প্রত্যেক জায়গায় পছন্দের লোক বসানো হয়েছে। নির্বাচন কমিশনেও নিজেদের লোক বসিয়ে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে আওয়ামী লীগ।’
রবিবার সন্ধ্যায় সিলেট জেলা বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিলেট নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এ সভা অনুষ্ঠিত হয়।
আমির খসরু বলেন, ‘আগামী ১০ মে খালেদা জিয়া ভিশন-২০৩০ উপস্থাপন করবেন। এতে মানুষের প্রত্যাশা পূরণের পরিপূর্ণ দিকনির্দেশনা থাকবে। আগামী জুনে নির্বাচনকালীন সরকার নিয়ে বিস্তারিত প্রস্তাবনাও তুলে ধরবে বিএনপি।’ ভিশন-২০৩০ মানুষের কাছে তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের আহবান জানান তিনি। একইসাথে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ারও নির্দেশ দেন তিনি।
কর্মীসভায় সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফফার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ