নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের রাস্তা ঘাটের বেহাল দশা। প্রায় প্রতিটি রাস্তায় খানা খন্দের কারণে রিকশা-ভ্যান না চলায় স্থানীয় লোকজন বাধ্য হয়ে হেঁটেই পথ চলছেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, দশ গ্রামের লোকজনের চলাচলের জন্য রূপগঞ্জ সদর ইউনিয়নের পিতলগঞ্জ থেকে একটি রাস্তা মধূখালী হয়ে বাগবের সিটি মার্কেট পর্যন্ত রয়েছে। এ রাস্তা দিয়ে মধূখালী, ব্রাহ্মণখালী,গুতিয়াব, আগার পাড়া,বাগবের,ইছাপুরা,গোয়ালপাড়া,ছনি, বাগের আগা, ইছাপুরা,দক্ষিনবাগ,সুরিয়াব ও হারিন্দাসহ প্রায় পনেরটি গ্রামের দশ হাজার লোক নিত্য চলাচল করে। ভাঙা-চোরা, খানা-খন্দের কারণে বিগত ৪ বছর ধরে এ রাস্তাটি চলাচলের অযোগ্য। বিকল্প না থাকায় বাধ্য হয়ে মানুষ এ রাস্তাটি ব্যবহার করছে। বিভিন্ন সময় এ নিয়ে স্থানীয়রা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও কোন লাভ হয়নি।
মধূখালী এলাকার শিক্ষার্থী মাহিরা তাসফি প্রভা বলেন, প্রতিদিন তাকে বিদ্যালয়ে যেতে হয় হেঁটে। রিকশাগুলো প্রধান সড়ক থেকে এ সড়কে নামতে চায় না।
রূপগঞ্জ সদর ইউপি সদস্য মোরশেদ বলেন, রাস্তা ঘাটের সংস্কারের জন্য প্রতিদিন স্থানীয় লোকজন তাদের দাবি নিয়ে আসেন। পরিষদ থেকে বরাদ্দ না থাকায় ইচ্ছে থাকলেও তা করতে পারছি না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভ্ইুয়া রানু বলেন, রাস্তা সংস্কারের জন্য আবেদন করা হয়েছে। হয়তো কিছু দিনের মধ্যে সংস্কার হয়ে যাবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ