রাজধানীর মতিঝিল এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, রবিবার রাতে মতিঝিল এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ওই সদস্যদের চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা ওই টিমের দাওয়াত শাখার সদস্য।
বিডি প্রতিদিন/৮ মে, ২০১৭/ফারজানা