বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে। সংবাদপত্রেরও স্বাধীনতা হরণ করেছে। মিডিয়ায় খালেদা জিয়ার বক্তব্য প্রচার করতে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী খালি হাতে ভারত থেকে ফেরার পর খালেদা জিয়ার সংবাদ সম্মেলন মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয়নি। আগামী ১০ মে খালেদা জিয়া ভিশন ২০৩০ উপস্থাপন করবেন। এটাও হয়তো সরকার গণমাধ্যমে প্রচার করতে দেবে না।
সোমবার সকালে সিলেটের শহীদ সোলেমান হলে সিলেট মহানগর বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আগামী জুনে খালেদা জিয়া নির্বাচনকালীন সরকার নিয়ে বিস্তারিত প্রস্তাবনাও তুলে ধরবেন বলেও জানান তিনি।
আমির খসরু মাহমুদ আরও বলেন, নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়ে আওয়ামী লীগ আবারো অবৈধভাবে ক্ষমতায় যেতে চাইছে। আওয়ামী লীগ ক্ষমতায় যাবার প্রক্রিয়া পাকাপোক্ত করতে বিএনপি'র নেতাকর্মীদের নামে মামলা দিয়ে হয়রানি, গুম ও হত্যা করছে। অবৈধভাবে ক্ষমতায় থেকে নিজেরা জনবিচ্ছিন্ন হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে।
মহানগর বিএনপি'র সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ