মাদক ব্যবসার প্রতিবাদ করায় আব্বাস উদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে তিনজনকে আরও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছে। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জাকির হোসেন, আমির হোসেন। রায় ঘোষণার সময় আদালতে দুই আসামি উপস্থিত থাকলেও অপর আসামি সাইফুল ইসলাম পলাতক রয়েছন। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় চার জনকে খালাস দিয়েছে আদালত। খালাসপ্রাপ্তরা হলেন দেলোয়ার হোসেন, মমতাজ হোসেন, জাহাঙ্গীর আলম ও মো. বাহাদুর।
আজ সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম মানিক এ রায় দেন বলে জানান আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপম চক্রবর্তী।
তিনি বলেন, মাদক ব্যবসার প্রতিবাদ করায় আব্বাসকে হত্যার বিষয়টি আদালতে প্রমাণিত হওয়ায় উক্ত তিন আসামির বিরুদ্ধে এ শাস্তি দেয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে জানান তিনি। আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ২২ অক্টোবর আগ্রাবাদের বাদামতলি কেরানি পুকুর পাড় এলাকায় আবছার উদ্দিন আব্বাস নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় আবছারের ভাই মো. হানিফ মামলা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার