গাজীপুরের টঙ্গী আউচপাড়া এলাকায় মো. জুয়েলের বাড়ি থেকে গত রবিবার রাতে এক ঝুট ব্যবসায়ীর লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহতের নাম রিপন (৫০)। রিপন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বোলতলী গ্রামের মৃত ইদ্রিস দপ্তরির ছেলে।
বাড়ির মালিক মো: জুয়েল জানান, রিপন গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়ার উদ্দেশে গাড়িতে উঠিয়ে দিয়ে বাসায় আসে। এরপর থেকে তার কোন সাড়া শব্দ পাওয়া যায়নি। এরপর গত রবিবার রাতে তার স্ত্রী বাসায় এসে ঘরের দরজা খোলা এবং ভেতর প্রবেশ করে স্বামী রিপনের লাশ খাটের উপর পড়ে থাকতে দেখে ডাক চিৎকার শুরু করে। এখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এবিষয়ে পুলিশ জানায়, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে রিপনের লাশটি খাটের উপর পড়ে থাকতে দেখি। মনে হয় দুই তিন আগে মারা গেছে। তার শরীরে ফুসকা পড়ে আছে।
এব্যাপারে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বলেন, এটি হত্যা না অন্য কিছু ময়না তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এঘটনায় মামলা হয়েছে।