বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে করা মানহানির মামলায় বাদীর করা রিভিশন আবেদন খারিজ করে দিয়েছে আদালত। তাছাড়া পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনের অন্য মামলাটির রিভিশন আবেদন সাইবার ট্রাইব্যুনালে করতে বাদীকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নূর রিভিশন দুটির বিষয়ে এ আদেশ দেন বলে জানান মহানগর দায়রা জজ আদালতের আইনজীবী পিপি ফখরুদ্দিন চৌধুরী।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তথ্য প্রযুক্তি আইনে করা মামলাটির জন্য যথাযথ আদালতে রিভিশন করতে বলেছেন। নিয়ম অনুসারে তা সাইবার ট্রাইব্যুনালে করতে হবে।
বাদীর আইনজীবী মোসলেম উদ্দিন বলেন, মানহানির মামলার বিষয়ে হাই কোর্টে আবেদন করব। তথ্য-প্রযুক্তি আইনের মামলার বিষয়ে আদালতের আদেশ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। গত ২ মে রিভিশন আবেদন দুটিতে শুনানি শেষ হয়। এরপর সোমবার আদেশের দিন রেখেছিল আদালত। একই কথা বললেন মামলার বাদী সাইফুদ্দিন আহমেদ রবি।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরের আগে নিজের নির্বাচনী এলাকায় সড়কের পাশে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত কয়েক ডজন বিলবোর্ড লাগিয়েছিলেন লতিফ, যাতে বঙ্গবন্ধুর ছবির সঙ্গে এই সংসদ সদস্যের মুখ জুড়ে দেওয়া হয়েছিল। এ নিয়ে আওয়ামী লীগের একাংশের বিক্ষোভের মুখে লতিফ ওই বিলবোর্ডের দায়িত্ব পাওয়া বিজ্ঞাপনী সংস্থাকে দায়ী করেন এবং নিজে দুঃখ প্রকাশ করেন। এরপর লতিফের বিরুদ্ধে প্রথমে একটি মানহানির মামলা করেন রবি। পরে তথ্য-প্রযুক্তি আইনে আরেকটি মামলা করেন। তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি শেষে চলতি বছরের ৮ মার্চ মামলা দুটি খারিজ করে দেন চট্টগ্রামের পঞ্চম মহানগর হাকিম আল ইমরান। এরপর গত ১৯ মার্চ তথ্য প্রযুক্তি আইনের মামলাটিতে এবং ২ এপ্রিল মানহানির মামলায় আদালতে রিভিশন আবেদন করেন বাদী রবি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন