তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, স্বর্ণপ্রবাসী, পোশাকশিল্প ও জাতিসংঘে শান্তিরক্ষা বাহিনী বিশ্বের বুকে বাংলাদেশকে সুপরিচিত করেছে।
সোমবার বিকেলে রাজধানীর সোনারগাঁ হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ‘ব্রান্ডিং বাংলাদেশ : শোকেসিং এনআরবি, আরএমজি এন্ড পিসকিপিং’ শীর্ষক ধারাবাহিক আলোচনার উদ্বোধনী সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, অচিরেই ডিজিটাল বাংলাদেশ ও জনশক্তি বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
সেন্টার ফর এনআরবি’র চেয়ারম্যান শেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মোঃ মাহফুজুর রহমান, পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক প্রমূখ।