সিদ্ধিরগঞ্জে একটি কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গির আলমের নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জোনাল বিপণন অফিস এ অভিযান চালায়।
সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ডের মরহুম আ. মতিন সড়ক এলাকায় অভিযান চালিয়ে ডি কে মশার কয়েল কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালত ওই কয়েল কারখানার মালিককে একলাখ টাকা জরিমানা করেন।
এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জে এমন অসংখ্য মশার কয়েল কারখানা গড়ে উঠেছে। এসব কারখানার বৈধ কোন গ্যাস সংযোগ নেই। ইতোপূর্বে কয়েকটি মশার কয়েল কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত কারখানাগুলো সীলগালা করে দিলেও পরবর্তীতে বিকল্পভাবে ওই কারখানায় প্রবেশের রাস্তা করে কারখানার উৎপাদন অব্যাহত রেখেছে মালিকপক্ষ। কয়েল কারখানাগুলোর অবৈধ গ্যাস সংযোগ থেকে ইতোপূর্বে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
সোমবার ভ্রাম্যমান আদালত সিদ্ধিরগঞ্জে অভিযান শুরু করলে অনেক কারখানায় তালা লাগিয়ে মালিকরা পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ