বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সোমবার সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়।
সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি জিএম জিলানী শুভ ও সাধারণ সম্পাদক লিটন নন্দী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এক মাস আগে ধর্ষণের শিকার হলেও চিহ্নিত আসামিদের বিচারের আওতায় না এনে রাষ্ট্র বিচারহীনতার সংস্কৃতির পথে হাটছে। অস্ত্রের মুখে হোটেল রেইনট্রিতে আটকিয়ে জোর করে মদ পান করানো, নির্যাতন ও ধর্ষণ করে সাফাত আহমেদ, নাঈম আশরাফ ও সাদমান সাকিফ। মামলা হলেও আসামি প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগী পরিবার ঘাটে ঘাটে নাজেহালের শিকার হয়েছে। রাষ্ট্রীয় প্রশাসনের কাছে যা গণতান্ত্রিক রাষ্ট্রে মেনে নেওয়া যায় না।
তারা বলেন, তনু, মিতু, আফসানার ঘটনায় সীমাহীন ব্যর্থতার কারণে বার বার এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এসব ঘটনায় জড়িতের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। তা না হলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে তুমুল আন্দোলন গড়ে তুলবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ