রাজধানী ঢাকার উত্তর কাফরুলে নাহার বেকারির পাশে একটি ম্যানহলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল আরেফিন জানান, ধারণা করা হচ্ছে ম্যানহলের ভেতরে গ্যাসের লাইন থেকে আগুন লেগেছে। ভেতর থেকে গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৭/হিমেল