রাজধানীর ওয়ারী এলাকায় ট্রাকের চাপায় শারমিন আক্তার (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত শারমিন জীবন মিয়ার স্ত্রী। তারা রাজধানীর টিকাটুলী এলাকায় থাকেন।
মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে ইত্তেফাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ওয়ারী থানার এসআই আব্বাস আলী বলেন, ভোরে ইত্তেফাক মোড় এলাকায় একটি মালবাহী ট্রাক শারমিনকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন