চট্টগ্রাম শাহআমানত বিমানবন্দরে ১২ পিস স্বর্ণের বারসহ বেলাল হোসেন (৩৬) নামের 'স্বর্ণমানব' আটক করেছে শুল্ক গোয়েন্দা।
সকাল ১০:৪৫ টায় যাত্রীকে শনাক্ত করা হয়। তিনি তলপেটে এই স্বর্ণ লুকিয়ে এনেছিলেন। প্রতিটি বার ১০ তোলা করে স্বর্ণের মোট ওজন ১.৩৯০ কেজি। স্বর্ণের মূল্য প্রায় ৬৫ লক্ষ টাকা।
শুল্ক গোয়েন্দারা বিশেষ পদ্ধতি প্রয়োগ করে এই স্বর্ণ তার পায়ুপথ দিয়ে বের করে। যাত্রী শারজাহ থেকে এয়ারএরাবিয়ার ফ্লাইটযোগে সকাল ১০টায়। চট্টগ্রাম বিমানবন্দর অবতরন করেন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন