রাজধানীর পূর্বাচলের আশপাশের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিতে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। গতকালের ন্যায় আজও সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন।
সোমবার থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
গতকালের অভিযানে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা একটি মার্কেট উচ্ছেদ করা হয়। এছাড়া সেখানে হাট-বাজার, দোকানপাটসহ ৩৫টি পাকা-আধাপাকা স্থাপনা ও ১৫০টি বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।