রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ৯ম শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুরে ধর্ষণের শিকার ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। এর আগে গত বৃহস্পতিবার (০৪ মে) ঘটনাটি ঘটে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ছাত্রীর বাবা জানান, তারা কামরাঙ্গীরচর এলাকায় থাকেন। স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী তার মেয়ে।
ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার (০৪ মে) বিকেলে স্কুল থেকে কোচিং শেষ করে বাসায় ফেরার সময় তার মেয়েকে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায় তারই ফুফাতো ভাই আরিফ (২২)। পরে শনিবার (০৬ মে) সংবাদ পেয়ে দক্ষিণ খান আশকোনা থেকে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসা হয়।
কামরাঙ্গীচর থানার ওসি তদন্ত বাবু কুমার সাহা বলেন, ছাত্রীর বাবা নিজেই বাদী হয়ে মামলা করেছেন। আসামি আরিফকে গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার