চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার টেক্সটাইল মোড়ে ২ হাজার ইয়াবা বড়িসহ মো. হোসেন (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন।
তিনি আরো জানান, হোসেনের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবদে সে বলেছে, বাপ্পি নামে উখিয়ার এক ব্যক্তি ইয়াবাগুলো দিয়ে তাকে চট্টগ্রাম পাঠিয়েছে।
এর আগে চট্টগ্রামের ইছানগর এলাকায় একটি ফিশিং কোম্পানিতে কাজ করলেও কয়েকমাস আগেই সে ইয়াবা পাচারের সাথে জড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/ ৯ মে ২০১৭/ ই জাহান