রাজধানীর বনানীর একটি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ধর্ষণ মামলাটির তদন্তভার ভিকটিম সাপোর্ট সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি কমিশনার এক আদেশে মামলাটির দায়িত্বভার বনানী থানা থেকে ভিকটিম সাপোর্ট সেন্টারে স্থানান্তর করা হয়।
বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল মতিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি ভিকটিম সাপোর্ট সেন্টারে স্থানান্তর করা হয়েছে। মামলার সকল কাগজপত্র তৈরি রয়েছে। নতুন তদন্ত কর্মকর্তা এলেই তাকে সব বুঝিয়ে দেওয়া হবে।
এর আগে, গত ২৮ মার্চ জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে ওই দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত শনিবার রাতে একটি মামলা দায়ের করা হয়। এতে সাফাত আহমেদ, নাঈম আশরাফ, বিল্লাল হোসেন, সাদনান ও সাকিফ নামের ৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জন্মদিনের পার্টিতে দাওয়াত করে হোটেলে নেওয়ার পর সাফাত ও নাঈম হোটেলের একটি কক্ষে নিয়ে রাতভর দুই তরুণীকে আটকে রেখে মারধর এবং হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আসামিদের অপর তিনজন ধর্ষণে সহায়তা ও ভিডিও ধারণ করে।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/মাহবুব