দীর্ঘ ১৫ বছর আগে পাঁচ হাজার গুলিসহ গ্রেফতার এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। দণ্ডিত রুপেশ বৈদ্য চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা রবীন্দ্র বৈদ্যর ছেলে। রুপেশ বর্তমানে পলাতক আছে।
মঙ্গলবার চট্টগ্রাম নগর মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন বলে জানান মহানগর পিপি অ্যাড. ফখরুদ্দিন চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রপক্ষে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০০২ সালের ২ মার্চ নগরীর কর্ণফুলী সেতু এলাকায় রূপেশ বৈদ্যকে আটক করে পুলিশ। এসময় তার কাছে চার হাজার ৯৫০টি পয়েন্ট টু টু বোরের গুলি পাওয়া যায়। ঘটনার দিন সার্জেন্ট মঈনুল ইসলাম বাদি হয়ে রূপেশের বিরুদ্ধে মামলা করেন। গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন রূপেশ। এরপর ২০০২ সালের ১১ জুলাই আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা নুরুল হক। পরে জামিন নিয়ে রুপেশ পালিয়ে যান।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/মাহবুব