কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাড়িওয়ালার হামলায় নিহত রং মিস্ত্রী আজাদ সিকদারের হত্যাকারীর কঠোর শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। বুধবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সহ-সভাপতি জোহরা রেখার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি অ্যাডভোটেক এ.কে আজাদ, জেলা বাসদের সংগঠক ডা. মনিষা চক্রবর্তী, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফন্টের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সৈকত, জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, নিহত শ্রমিক আজাদের মেয়ে ঝর্না আক্তার এবং জেলা ছাত্রফন্টের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগর প্রমুখ। মানববন্ধন শেষে একই দাবিতে একটি বিক্ষোভ মিচিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রঙ্গত, একদিন কাজে না যাওয়ায় গত ৩০ এপ্রিল নগরীর রূপাতলী ধান গবেষনা সড়কে আজাদ সিকদারকে বেদম মারধর এবং দেয়ালে মাঠা ঠুকিয়ে গুরুতর আহত করে স্থানীয় বাড়িওয়ালা মো. কবির। ৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৪ মে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রং মিস্ত্রি আজাদ মারা যায়। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হলেও কেউ গ্রেফতার হয়নি।
বিডি প্রতিদিন/১০ মে ২০১৭/হিমেল