নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ভাই বাদি হয়ে মামলা করেছে ভাইয়ের বিরুদ্ধে। নিহত রেজিয়ার ছেলে ইসমাইল হোসেন বুধবার সকালে বাদি হয়ে মামলা (নং -১৫, তাং-১০/৫/২০১৭) করেছে ভাই নুরু মিয়াকে আসামি করে।
এদিকে গ্রেফতারকৃত নুরুমিয়াকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের কদমতলী পশ্চিমপাড়া এলাকায় নুরু মিয়া নামক এক মানসিক রোগী তার মা রেজিয়া বেগম (৬৫)কে ঘরের ভেতর ধারালো বটি ও ছুড়ি দিয়ে কুপিয়ে হত্যা করে।
অপরদিকে একই দিন সকালে সিদ্ধিরগঞ্জে জালকুড়িতে পারিবারিক কলহের জের ধরে মিতু আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় তার ভাই রুবেল সরদার বাদি হয়ে ভগ্নিপতি মোশাররফ হোসেনকে আসামি করে মঙ্গলবার রাতেই একটি হত্যা মামলা (নং -১৪, তাং- ০৯/৫/২০১৭ ইং) দায়ের করেছেন। যদিও স্ত্রী মিতু আক্তারকে কুপিয়ে হত্যার পর স্বামী মোশাররফ হোসেন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মোশাররফ হোসেন মাদকাসক্ত ছিল বলে এলাকাবাসী ও পুলিশ জানায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ জানান, দু’টি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা নেওয়া হয়েছে।